নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, শুধু নারায়ণগঞ্জ নয়, আমার কাছে মনে হয়েছে সারাদেশে কিশোর অপরাধ একটা ব্যাধি। এ অপরাধের সাথে ছোট ছোট বাচ্চারা জড়িত। এদের কেউ এডুকেডেট। কেউ আনএডুকেডেট, আবার কর্মজীবী ছেলেরাও আছে। এ অপরাধ পুলিশের পক্ষে শতভাগ নির্মূল করা আসলে সম্ভব নয়। এটা নির্মূলে যেমন বাবা-মার দায়িত্ব আছে, স্কুল কলেজের টিচারদের দায়িত্ব আছে, পুলিশের বড় একটা ভূমিকা এবং দায়িত্ব আছে, আপনাদের (সাংবাদিকদের) দায়িত্ব আছে। সবাই মিলে যদি আমরা একযোগে কাজ করি, তাহলে কিন্তু আমি মনে করি কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসপি বলেন, আমরা সব সময় বলি মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স । কিন্তু এটাও ঠিক যে মাদক কিন্তু আমরা শতভাগ নির্মূল করতে পারিনি। তবে আমদের ইনটেনশনটা হচ্ছে শতভাগ পিউর। হ্যাঁ আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি প্রয়োগ করবো। আমি কথার সাথে কাজের মিল রাখব ইনশাআল্লাহ।
এসপি বলেন, কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যে সকল মোটরবাইক আমরা পাব তাদের বিরুদ্ধে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কম্বিং অপারেশনে যাব।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো: আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।