ছেলে বা মেয়ে, প্রত্যেকেরই ত্বকে ট্যান পড়া, মুখে ব্রণ, পিম্পল, ইত্যাদি নানান ধরনের সমস্যা নিয়ে চিন্তিত থাকতে দেখা যায়। বিভিন্ন কারণে চেহারায় পিম্পল এবং দাগ হতে পারে। এগুলো দূর করার জন্য আমাদের নানান রকম চেষ্টা থাকে, কিন্তু খুব সহজেই এর থেকে মুক্তি মেলে না। তাই আমাদের আজকের টিপস টি হল যে, পান পাতা দিয়ে আপনি পিম্পল নিরাময় করতে পারেন।
পান পাতা ব্যবহারের ফলে মুখ উজ্জ্বল ও মসৃণ হয়। কিন্তু কিভাবে এর প্রয়োগ করতে হবে পিম্পাল নিরাময়ের জন্য, আসুন জেনে ণেই।
দ্রুত পিম্পলস থেকে মুক্তি কিভাবে পাবেন
৩-৪ টি পান পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতাগুলি পিষে নিন। পানপাতার পেস্ট এর সাথে এক চামচ হলুদ মিশিয়ে নিন ভালো করে। এরপর পেস্টটি দিয়ে ব্রণ-এর প্রলেপ দিন অথবা পুরো মুখে পেস্টটি লাগান।
পান পাতার ফেস প্যাক
পান পাতার ফেস প্যাক তৈরি করতে ৩-৪টি পাতা পিষে পেস্ট বানান, এরসঙ্গে বেসন, মুলতানি মাটি এবং চন্দন মিশিয়ে নিন ভালো করে। পেস্টটি ১০ মিনিট অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। এরপরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি প্রতিদিন লাগালে মুখ পরিষ্কার হয়।
মুখ উজ্জ্বল হয়
পান পাতার ব্যবহারে পিম্পল, ব্রণ দূর হওয়ার পাশাপাশি মুখ উজ্জ্বলও হয়। পান পাতার ফেস প্যাক ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয়। সপ্তাহে কমপক্ষে তিন বার পান পাতার ফেসপ্যাক ত্বকে লাগান, ত্বক চকচকে হবে।