Change Pillow Cover to Save Skin:
সুন্দর এবং মসৃণ ত্বকের জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। শুধুমাত্র ত্বক পরিস্কার আর দামি প্রসাধনী মাখলেই হবে না, অনেক নিয়ম মেনেও ছলতে হবে। তার মধ্যে অন্যতম হোল ত্বকের ধরন বুঝে বালিশের ঢাকনা পরিবর্তন করা, যেমন তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ২ দিন অন্তর পরিবর্তন করুন আর স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে ৩ থেকে ৪ দিন অন্তর বালিশের ঢাকনা বা খোল বদলে ফেলুন। ময়লাযুক্ত বালিশের ঢাকনায় দ্রুত ব্যাকটেরিয়া জন্মায় যার ফলে ত্বকে প্রদাহ সৃষ্টি এবং ব্রুন সহ নানা সমস্যা দেখা দিতে পারে।
কেন সময়মতো বদলাবেন বালিশের ঢাকনা বদলানো প্রয়োজন?

মাথার তেল ও ধুলোবালি-
শোয়ার সময় মাথার তেল, ময়লা ও ধুলোবালি বালিশের খোলে লেগে যায়। বেশি সময় ধরে এই ময়লা থাকলে তাতে জীবাণু তৈরি হয় আর সেই বালিশটি পরবর্তী সময়ে ব্যবহার করলে ব্রণের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ব্রণ ও অ্যালার্জিজনিত সমস্যা-
ব্রণ ছাড়াও ত্বকের নানান ধরনের সমস্যার জন্যও দায়ী বালিশের ময়লা ঢাকনা। ময়লা ঢাকনায় বহু ব্যাকটেরিয়ার জন্মায় যা মুখে লেগে মুখের ক্ষতি করে। তাই সময়মত বালিশের ঢাকনা পরিস্কার করলে এরকম সমস্যা হতে রক্ষা পাওয়া যায়।
সুতি কাপড়ের বালিশের ঢাকনা-
যেহেতু সুতি কাপড় খুব দ্রুত তেল ও পানি শোষণ করে নেয়, তাই সিল্ক বা স্যাটিন জাতীয় কাপড়ের ঢাকনা ব্যাবহার করা যেতে পারে, তবে সুতি কাপড়ের ঢাকনা ব্যাবহার করাই উত্তম কেননা সুতি কাপড় ত্বককে আরাম দেয়। এজন্য নিয়মিত বালিশের ঢাকনা পরিস্কার রাখতে হবে।
সূত্র : গুগল সার্চ