Miracle of Grapeseed Oil:
Hair Oil: আঙ্গুর বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট (antioxident) ধুলাবালি ও দূষণ থেকে চুলকে রক্ষা করতে সাহায্য করে। ক্ষতিকারক UV রশ্মি থেকে চুলকে রক্ষা করতে এই তেলের জুরি নেই।

শুধু খাবার জন্য আঙ্গুর ফলই নয়, এর বীজেরও আছে অনেক উপকারীতা। আঙ্গুর বীজের তেল চুলের জন্য টনিক হিসেবে কাজ করে। আঙ্গুরের বীজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, উপরন্তু এতে আছে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড। যা চুলের স্বাস্থ্য পরিচর্যায় এই তেল খুবই ভালো। চুল দ্রুত বাড়তে সাহায্য করে এই তেল। এছাড়া চুলের আরও অনেক সমস্যা থেকেও রক্ষা করে। জেনে নিন এর উপকারিতাগুলো ও ব্যাবহারবিধি –
চুলের শুষ্কতা কমায়-
এই তেল শুষ্ক ও প্রাণহীন চুলের সমস্যা দূর করে চুলকে প্রানবন্ত করে তুলে। এছাড়া চুলকে নরম রাখতেও সাহায্য করে। আঙ্গুরের বীজ তেলের ব্যবহারে চুলের আর কী কী উপকারিতা আছে চলুন জেনে নেই।
চুলকে প্রাণবন্ত করে তুলে-
আঙুর বীজ তেলে থাকা প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড(fatty acid) ও ভিটামিন ই(vitamin E) চুলকে ময়েশ্চারাইজ(moisturize) করে রাখে এবং চুলের গোড়ায় পুষ্টি জোগায়। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুলের খুসকি ও শুষ্কতা দূর হয়। আর এজন্য চুলের গোড়াও শক্ত হয়।
চুলকে মজবুত করে-
এই তেলে থাকা লিনোলিক অ্যাসিড (linolic acid) চুলের জন্য একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড (Fatty Acid) যা চুলের দ্রুত বৃদ্ধি ও চুলকে মজবুত করতে সাহায্য করে। চুলের আদ্রতা বজায় রেখে চুল পড়া রোধ করে। নিয়মিত এই তেল মাথায় মাসাজ করলে চুল ঘন ও মজবুত হয়।
চুলকে বাহ্যিক ক্ষতির হাত থেকে সুরক্ষা দেয়-
আঙ্গুর বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ধুলাবালি ও দূষণ থেকে চুলকে রক্ষা করতে সাহায্য করে। ক্ষতিকারক UV রশ্মি থেকে চুলকে রক্ষা করতে এই তেলের জুরি নেই।
খুশকি কমাতে সাহায্য করে-
এই তেলের প্রদাহরোধী (antiinflamatory) বৈশিষ্ট্য চুলের খুশকি দূর করতে সাহায্য করে। শুধু তাই-ই নয়, মাথার তালুর (scalp) জ্বালাপোড়াও দূর করতেও সাহায্য করে। অনেকেরই মাথার তালু (scalp) চুলকায়, তাঁদের জন্য ভীষণ উপকারী এই আঙ্গুর বীজের(grapeseed oil) তেল।
আঙ্গুর বীজের(grapeseed oil) তেল ব্যবহারের নিয়ম-
শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে তেল চুলে মাসাজ করুন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৪ দিন নিয়মিত তেল লাগান ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।